সেবা পাওয়ার প্রক্রিয়া
সেবার নাম |
সেবা প্রাপ্তির যোগ্যতা |
সেবা প্রাপ্তির সময়সীমা |
সেবাপ্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি |
সেবাপ্রদানকারী কর্তৃপক্ষ |
---|---|---|---|---|
পল্লী সমাজসেবা কার্যক্রম (আর,এস,এস) এর আওতায় দরিদ্র জনগণকে সংগঠিত করে তাদের সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান ও ১০ হাজার টাকা হতে ৩০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে লক্ষভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুজি গঠন ও সঞ্চয় বৃদ্ধিতে সহায়তা প্রদান। |
নির্বাচিত গ্রামে স্থায়ী অধিবাসী যিনি ক) আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা- খ) মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৬০,০০০/- হাজার টাকা পর্যন্ত |
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ০৭ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে (সম্ভাব্য ০৩-০৫ মাস) |
১. নির্ধারিত ফরমে আবেদন ২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি,
|
উপজেলা সমাজসেবা কার্যালয় |
পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আর এম সি) এর আওতায় দরিদ্র নারী জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ ও নারী শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান ও ১০ হাজার টাকা হতে ৩০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে লক্ষভূক্ত নারীদের নিজস্ব পুজি গঠনে সহায়তা প্রদান এবং স্বাবলম্বী করে তোলা। |
ক) পরিবার জরিপের মাধ্যমে ১৫-৪৯ বছর বয়সী গ্রামীন দুঃস্থ মহিলা। খ) মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৬০,০০০/- টাকা।
|
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ০৭ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে (সম্ভাব্য ০৩-০৫ মাস) |
১. নির্ধারিত ফরমে আবেদন ২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি,
|
উপজেলা সমাজসেবা কার্যালয় |
দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পূনর্বাসন কার্যক্রমের আওতায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ৫০০০/- টাকা থেকে ১০০০০/- টাকা অনুদান প্রদান এবং নির্বাচিত ব্যক্তিকে ৫০০০/- টাকা থেকে ৩০০০০/- টাকা সুদমুক্ত ক্ষদ্রঋণ প্রদান |
ক) লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে খ) অগ্রাধিকার তালিকাভুক্ত হতে হবে গ) বার্ষিক পারিবারিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে |
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ০৭ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে (সম্ভাব্য ০১-০৩ মাস) |
১. নির্ধারিত ফরমে আবেদন ২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি,
|
উপজেলা সমাজসেবা কার্যালয় |
আবাসন/আশ্রয়ণ ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ব্যক্তিদের সংগঠিত করে লক্ষভূক্ত ব্যক্তিদের নিজেস্ব পুজি গঠনের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধির লক্ষ্যে ০৫ হাজার টাকা হতে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান। |
ক) আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা হতে হবে খ) আশ্রয়ণ কেন্দ্রের সমিতির সদস্য হতে হবে |
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ০৭ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে (সম্ভাব্য ০১-০৩ মাস) |
১. নির্ধারিত ফরমে আবেদন ২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি,
|
উপজেলা সমাজসেবা কার্যালয় |
বয়স্ক ভাতা কার্যক্রমের আওতায় বয়স্ক ব্যক্তিদের মাসিক জনপ্রতি ৫০০/-টাকা হারে ভাতা প্রদান। |
ক) উপজেলার স্থায়ী বাসিন্দা যাদের বয়স কমপক্ষে-পুরুষঃ ৬৫, মহিলাঃ ৬২ বছর খ) সর্বোচ্চ বার্ষিক গড় আয় ১০,০০০/- টাকা। |
নতুনদের ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্তির তিন মাসের মধ্যে এবং নিয়মিত ভাতাভোগীদের হিসেবে সাত দিনের মধ্যে অর্থ স্থানান্তর। |
১. নির্ধারিত ফরমে আবেদন ২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি-৪ কপি ৪. চেয়ারম্যান/সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র ৫. নমিনীর আইডি কার্ডের ফটোকপি ৬. নমিনীর ছবি-১ কপি ৭. প্রতিবন্ধী পরিচয়পত্রের ফটোকপি |
উপজেলা সমাজসেবা কার্যালয় |
বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রমের আওতায় বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলাদের মাসিক জনপ্রতি ৫০০/-টাকা হারে ভাতা প্রদান। |
ক) বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা খ) বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ১২০০০/- টাকার কম গ) ন্যূনতম বয়স ১৮ বছর
|
নতুনদের ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্তির তিন মাসের মধ্যে এবং নিয়মিত ভাতাভোগীদের হিসেবে সাত দিনের মধ্যে অর্থ স্থানান্তর। |
১. নির্ধারিত ফরমে আবেদন ২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি-৪ কপি ৪. চেয়ারম্যান/সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র ৫. নমিনীর আইডি কার্ডের ফটোকপি ৬. নমিনীর ছবি-১ কপি |
উপজেলা সমাজসেবা কার্যালয় |
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক জনপ্রতি ৭৫০/-টাকা হারে ভাতা প্রদান। |
ক) নির্ধারিত উপজেলার বাসিন্দা হতে হবে খ) প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক) পরিচয়পত্র থাকতে হবে
|
নতুনদের ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্তির তিন মাসের মধ্যে এবং নিয়মিত ভাতাভোগীদের হিসেবে সাত দিনের মধ্যে অর্থ স্থানান্তর। |
১. নির্ধারিত ফরমে আবেদন ২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি-৪ কপি ৪. চেয়ারম্যান/সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র ৫. নমিনীর আইডি কার্ডের ফটোকপি ৬. নমিনীর ছবি-১ কপি ৭. প্রতিবন্ধী পরিচয়পত্রের ফটোকপি |
উপজেলা সমাজসেবা কার্যালয় |
অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ বয়স্ক ভাতা কার্যক্রমের আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত (দলিত,হরিজন ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) ব্যক্তিদের মাসিক জনপ্রতি ৫০০/-টাকা হারে ভাতা প্রদান। |
ক) নির্ধারিত উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত (দলিত,হরিজন ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) ব্যক্তি। খ) ন্যূনতম বয়স ৫০ বছর
|
নতুনদের ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্তির তিন মাসের মধ্যে এবং নিয়মিত ভাতাভোগীদের হিসেবে সাত দিনের মধ্যে অর্থ স্থানান্তর। |
১. নির্ধারিত ফরমে আবেদন ২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি-৪ কপি ৪. চেয়ারম্যান/সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র ৫. নমিনীর আইডি কার্ডের ফটোকপি ৬. নমিনীর ছবি-১ কপি |
উপজেলা সমাজসেবা কার্যালয় |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জনপ্রতি মাসিক- প্রাথমিক স্তরে-৭৫০/-, মাধ্যমিক স্তরে-৮৫০/-, উচ্চমাধ্যমিক স্তরে-১২০০/- এবং উচ্চতর স্তরে-১,২০০/- হারে উপবৃত্তি প্রদান। |
ক) সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত খ) প্রতিবন্ধী পরিচয়পত্র
|
সর্বোচ্চ তিন মাস |
১. নির্ধারিত ফরমে আবেদন ২.প্রতিবন্ধী পরিচয়পত্র/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি ৪. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন |
উপজেলা সমাজসেবা কার্যালয় |
অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত (দলিত, হরিজন ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) শিক্ষার্থীদের জনপ্রতি মাসিক –প্রাথমিক স্তরে-৭00/-, মাধ্যমিক স্তরে-৭৫0/-, উচ্চমাধ্যমিক স্তরে-১০00/- এবং উচ্চতর স্তরে-1২00/- হারে উপবৃত্তি প্রদান। |
ক) সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত দলিত,হরিজন ও বেদে সম্প্রদায়ের শিক্ষার্থী খ) সর্বনিম্ন বয়স ৫ বছর |
সর্বোচ্চ তিন মাস |
1. নির্ধারিত ফরমে আবেদন 2.জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি 3. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি ৪. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন |
উপজেলা সমাজসেবা কার্যালয় |
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অক্ষম ও অস্বচ্ছল হিজড়া ব্যক্তিকে মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান, স্কুলগামী হিজড়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং কর্মক্ষম হিজড়া ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণোত্তর ১০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান। |
ক) নির্ধারিত উপজেলার জরিপভুক্ত হিজড়া ব্যক্তি। খ) ভাতা প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স ৫০ বছর গ) প্রশিক্ষণ প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর
|
সর্বোচ্চ তিন মাস |
১. নির্ধারিত ফরমে আবেদন ২.জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি ৪. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন |
উপজেলা সমাজসেবা কার্যালয় |
প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিসেস এর আওতায় বিজ্ঞ আদালতের নির্দেশনে প্রথম ও লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের পারিবারিক ও সামাজিক পরিবেশে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির ব্যবস্থা করা ও কারাগারে বন্দী শিশুদের মুক্ত করে কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর করা। |
ক) আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি খ) আইনের সংস্পর্শে আসা বা আইনের সংঘাতে জড়িত শিশু-কিশোর। |
বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিত সময়সীমা । |
|
উপজেলা সমাজসেবা কার্যালয় |
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৬১ এর আওতায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের নামের ছাড়পত্র ও নিবন্ধন প্রদানের লক্ষ্যে প্রেরিত আবেদন যাচাই-বাছাইপূর্বক নিবন্ধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ
|
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক কাজে আগ্রহী সংস্থা, প্রতিষ্ঠান, সংগঠন বা সমিতি |
ক) নামের ছাড়পত্রের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আবেদন প্রাপ্তির পর ০৫ কর্মদিবস খ) নিবন্ধন সংক্রান্ত বিষয়ে সরেজমিনে তদন্ত প্রতিবেদন ও NSI এর ইতিবাচক প্রতিবেদন প্রাপ্তির পর ২০ কর্মদিবস
|
১. প্রস্তাবিত সংস্থার নামের ছাড়পত্র ২. পূরণকৃত ‘বি’ ফরম ৩. সংস্থার নামে নির্ধারিত কোডে জমাকৃত ৫,০০০/- টাকার চালান রশিদের কপি ৪. সংস্থার গঠনতন্ত্রের কপি-৩ সেট ৫.কার্যকরী পরিষদ ও গঠনতন্ত্র অনুমোদন সংক্রান্ত সভার রেজুলেশন ৬.কার্যকরী পরিষদ ও সাধারন সদস্যদের নামের তালিকা ৭.সংস্থার নামে ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলা ও লেনদেন হয় মর্মে ব্যাংকের প্রত্যয়ন ৮. সংস্থার কার্যালয়ের মূল দলিলের কপি/৩০০ টাকার স্ট্যাম্পে বাড়ি ভাড়ার চুক্তিপত্রের কপি |
জেলা/উপজেলা সমাজসেবা কার্যালয় |
নিবন্ধনপ্রাপ্ত বেসরকারী এতিমখানায় অধ্যায়নরত নির্বাচিত সংখ্যক এতিম শিক্ষার্থীদের জনপ্রতি মাসে ২০০০/- হারে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান |
০৬-১৮ বছর বয়সী এতিম শিশু যারা সমাজসেবা অধিদফতর হতে নিবন্ধনপ্রাপ্ত এতিমখানায় অবস্থান করে এবং সরকার অনুমোদিত বিদ্যালয়ে পড়ালেখা করে |
বেসরকারী এতিমখানা কর্তৃক আবেদন প্রাপ্তির ০৪ মাসের মধ্যে |
১. হালনাগাদ অনুমোদিত কমিটি] ২. পূর্বের ০২ বছরের নিরীক্ষা প্রতিবেদন |
উপজেলা সমাজসেবা কার্যালয় |
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হ্রদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন ৫০,০০০/- টাকার চেক প্রদান। |
ক) অত্র উপজেলায় অধিবাসী যিনি ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড অথবা জন্মগত হ্রদরোগে আক্রান্ত ব্যক্তি খ) জাতীয় কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে |
সর্বোচ্চ ছয় মাস |
১. অনলাইনে আবেদন ফরম পূরণ। ২. পাসপোর্ট সাইজের ছবি-৩ কপি ৩. প্রেসক্রিপশন এবং সকল পরীক্ষা সমুহের রিপোর্টের সত্যায়িত ফটোকপি-১ সেট ৪. নির্ধারিত ফরমে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক সংশ্লিস্ট রোগের প্রত্যয়ন ৫. জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদের সত্যায়িত ফটোকপি
|
জেলা/উপজেলা সমাজসেবা কার্যালয় |
প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণ জরিপ, অনলাইনে তথ্য এন্ট্রি প্রদান ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ |
ক) অত্র উপজেলার বসবাসরত প্রতিবন্ধী ব্যক্তি হতে হবে খ) নির্ধারিত ডাক্তার কর্তৃক প্রতিবন্ধিতার ধরণ ও মাত্রা সম্পর্কিত প্রত্যয়ণ |
আবেদন জমা দেওয়ার ০১ মাসের মধ্যে |
ক) জরীপ ফরম খ) আইডি কার্ড/জন্মনিবন্ধন সনদ, গ) পাসপোর্ট সাইজের ছবি-২ কপি |
উপজেলা সমাজসেবা কার্যালয় |
উপজেলার তালিকাভূক্ত বীর মুক্তিযোদ্ধাগণকে মাসিক ২০,০০০/- টাকা হারে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান |
লাল মুক্তিবার্তা, ভারতীয় তালিকা অথবা গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত অনুরূপ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা সন্তান |
সর্বোচ্চ তিন মাস |
১. নির্ধারিত ফরমে আবেদন ২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ছবি ৪.মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সকল প্রমাণক-১ সেট। ৫.মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষেত্রে স্বামির এবং সন্তানের ক্ষেত্রে পিতা-মাতার মৃত্যু সনদের কপি। ৬.মুক্তিযোদ্ধার স্ত্রী এবং সন্তানের ক্ষেত্রে চেয়ারম্যান/ মেয়র কর্তৃক ওয়ারিশ সনদ। ৭.সন্তানের ক্ষেত্রে একাধিক ওয়ারিশ থাকলে একজনকে ভাতা উত্তোলনের ক্ষমতা প্রদান করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে এফিডেভিটকৃত স্বীকৃতিপত্র। ৮.মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ করেননি মর্মে চেয়ারম্যান/ মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র
|
|