সমাজসেবা অধিদফতর সরকারের অন্যান্য জাতিগঠনমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ১৯৫৫ সালে দেশে সমাজকল্যাণ কার্যক্রম শুরু হলেও ১৯৬১ সালে সমাজসেবা পরিদফতরের সৃষ্টি হয়। ষাটের দশকের সৃষ্টিকৃত পরিদফতরটিই আজ সমাজসেবা অধিদফতরে উন্নীত হয়েছে। এ অধিদফতরের কার্যক্রম প্রথম দিকে ছিল শহরভিত্তিক এবং সেবামূলক। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে এ অধিদফতরের কার্যক্রম দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর দেশের দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
১৯৪৭ সালে দেশ বিভক্তির পর তৎকালীন প্রাদেশিক রাজধানী ঢাকায় বস্তি সমস্যাসহ নানা সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যা নিরসনে জাতিসংঘের বিশেষজ্ঞদের পরামর্শে Urban Community Development Board, Dhaka-এর আওতায় ১৯৫৫ সালে শহর সমাজসেবা কার্যালয় এবং সমাজকল্যাণ পরিষদের আওতায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম গ্রহণ করা হয়। ১৯৪৩ সালের বঙ্গীয় ভবঘুরে আইন, ১৯৪৪ সালের এতিম ও বিধবা সদন আইনের আওতায় পরিচালিত ভবঘুরে কেন্দ্র (সরকারি আশ্রয় কেন্দ্র), রাষ্ট্রীয় এতিমখানা (সরকারি শিশু পরিবার) পরিচালনার দায়িত্ব ১৯৬১ সালে গ্রহণ করে সৃষ্টি হয় সমাজকল্যাণ পরিদফতর। পরবর্তীতে সমাজসেবা কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণ ও বিস্তৃত্তির কারণে ১৯৭৮ সালে সরকারের একটি স্থায়ী জাতিগঠণমূলক বিভাগ হিসেবে উন্নীত হয়ে ১৯৮৪ সালে সমাজসেবা অধিদফতর হিসেবে স্বীকৃতি লাভ করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫(ঘ) অনুচেছদের আলোকে দেশের বিভিন্ন অনগ্রসর শ্রেণির জন্য সাংবিধানিক অঙ্গীকার পূরণের লক্ষ্যে সরকারের অভিপ্রায় বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে এ অধিদফতর পথিকৃৎ হিসেবে স্বীকৃত। বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকি মোকাবেলা কর্মসূচি ইত্যাদি প্রবর্তনের ক্ষেত্রে এ অধিদফতরের ভূমিকা দেশে বিদেশে ব্যাপকভাবে সমাদৃত।
বিভিন্ন কর্মসূচিকে প্রাতিষ্ঠানিক ও টেকসই মর্যাদা ও রাষ্ট্রীয় দায়িত্বের আওতায় আনয়নের জন্য ১৯৬০ সালে The Probation of Offenders Ordinance, ১৯৬১ সালে Registration and Control Ordinance, ২০১১ সালে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন ২০১৩ সালে শিশু আইন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০০৬ সালে কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইনসহ উল্লেখযোগ্য সংখ্যক আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে আসছে।
এ অধিদফতর জাতিসংঘসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সনদ বা কনভেনশন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদ, শিশু অধিকার সনদ, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ ইত্যাদি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে। প্রথম দিকে কল্যাণকামী দৃষ্টিভঙ্গি (Welfare Approach) নিয়ে কাজ করলেও বর্তমানে এ অধিদফতর অধিকার ও ক্ষমতায়ন দৃষ্টিভঙ্গি (Right Based and Empowerment Approach) নিয়ে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করছে।
এ অধিদফতরের উল্লেখযোগ্য সংখ্যক উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর জন্য সেবার হাত সম্প্রসারিত করছে এবং স্থাপন করছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (বেসরকারি উদ্যোগে গৃহীত প্রকল্পে সীমিত আকারে সরকারি সহায়তা) অনুপম দৃষ্টান্ত। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন দিবস ও বছর উদযাপনের মাধ্যমে এডভোকেসি কার্যক্রম পরিচালনায় এ অধিদফতরের রয়েছে স্বার্থক প্রয়াস।
সমাজ দর্শন এবং উন্নয়ন কৌশলের পরিপ্রেক্ষিতে এ বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত সমাজকর্মীদের উৎসাহিত করার লক্ষ্যে ১৯৯৯ সালে সমাজসেবা ভবন উদ্বোধনলগ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ২ জানুয়ারিকে ‘জাতীয় সমাজসেবা দিবস’ ঘোষণা করেন। ৪ জুন ২০১২ তারিখের মন্ত্রিসভা বৈঠকে জানুয়ারি মাসের ২ তারিখকে ‘জাতীয় সমাজসেবা দিবস’ ঘোষণাপূর্বক দিবসটিকে ‘খ’ ক্যাটাগরি হিসেবে তালিকাভুক্ত করা হয়। এ দিবসটি উদযাপনের মাধ্যমে সমাজসেবার কর্মসূচিতে এসেছে নতুন গতি ও প্রাণের সঞ্চার এবং সমাজকর্মীগণ হয়েছে উজ্জীবিত।
উপজেলা সমাজসেবা অফিসটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত এবং বিভাগের পরিচালক ও জেলার উপপরিচালক কর্তৃক নিয়ন্ত্রিত।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উল্লেখযোগ্য কর্মসূচী গুলির মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নে সেবামূলক কার্যক্রম: যেমন:-
১.পল্লী সমাজসেবা কার্যক্রম
২. পল্লী মাতৃকেন্দ্র
৩. দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম
৪. আশ্রায়ন/আবাসন কার্যক্রম অন্যতম।
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মধ্যে:
১. বয়স্কভাতা কার্যক্রম
২. অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম
৩. বিধবা ও স্বামী নিগৃহীতা দুস্থ মহিলা ভাতা
৪. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচী
৫. দলিত- হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচী
৬. বেদে, হিজড়া জনগোষ্ঠীর ভাতা কার্যক্রম
৭. দলিত, হরিজন, বেদে, হিজড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষা উপবৃত্তি ভাতা কার্যক্রম।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, উন্নয়ন ও পুনর্বাসন মূলক কার্যক্রমের আওতায় প্রতিবন্ধীতার পরিচয়পত্র প্রদান। ভবঘুরে ও সামাজিক অপরাধ প্রবণদের উন্নয়ন ও পুনর্বাসন মূলক কার্যক্রমের আওতায় প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা। সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহকে নিবন্ধন ও সহায়তা কর্মসূচীর আওতায় নিবন্ধন ও ত্বত্তাবধায়ন। বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ড প্রদান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থাসমুহকে অনুদান প্রদানে সহায়তা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের সাথে কার্যক্রম পরিচালনা, নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব ছাড়াও জনকল্যাণে সামাজিক সমস্যা সমাধানে সহায়তা প্রদানসহ সরকারের নির্বাহী আদেশে অন্যান্য দায়িত্ব পালন।
দপ্তরপ্রধানের পদবীঃ
দপ্তর প্রধানে পদবি "উপজেলা সমাজসেবা অফিসার" যিনি বাংলাদেশ সরকারী কর্মকমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা
(খ) সাধারণ তথ্যাবলী:
ক্রমিক | শিরোনাম | সংখ্যা |
১ | উপজেলার মোট জনসংখ্যা | ২,৮০,৯৪১ জন |
২ | উপজেলার মোট ইউনিয়ন সংখ্যা | ১১ টি |
৩ | উপজেলার মোট পৌরসভার সংখ্যা | ০১ টি |
৪ | উপজেলার মোট মৌজার সংখ্যা | ১৪২ টি |
৫ | উপজেলার মোট গ্রামের সংখ্যা | ১৪৪ টি |
(গ) উপজেলা সমাজসেবা কার্যালয়ের জনবল সংক্রান্ত তথ্যাবলী:
ক্রমিক | পদের নাম | মঞ্জুরীকৃত পদের সংখ্যা | কর্মরত পদের সংখ্যা | শুন্য পদের সংখ্যা |
১ | উপজেলা সমাজসেবা অফিসার | ০১ | ০১ | --- |
২ | সহকারী উপজেলা সমাজসবো অফিসার | ০১ | ০০ | ০১ |
৩ | ফিল্ড সুপারভাইজান | ০১ | ০১ | --- |
৪ | অফিস সহকারী কাম-কম্পিউটার | ০১ | ০১ | --- |
৫ | ইউনিয়ন সমাজকর্মী | ০৬ | ০৬ | ০০টি |
৬ | কারিগরী প্রশিক্ষক | ০৩ | ০১ | ০২ টি |
৭ | অফিস সহায়ক | ০১ | ০১ | --- |
৮ | নিরাপত্তা প্রহরী | ০১ | -- |
০১টি
|
(ঘ) সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম:(২০১৯-২০ পর্যন্ত)
ক্রমিক | সেবার শিরোনাম | সংখ্রা | টাকার পরিমাণ (মাসিক প্রতিজন) | বার্ষিক প্রদেয় টাকার পরিমাণ |
১ | বয়স্ক ভাতা | ১৫৮০৬ | ৬০০/- | - |
২ | বিধবা, স্বামী পরিত্যক্তা ও দু:স্থ মহিলা ভাতা | ৮৫০১ | ৫৫০/- | - |
৩ | অসচ্ছল প্রতিবন্ধী ভাতা | ৬১৬২ | ৭৫০/- | - |
৪ | বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা | ২০৪ | ৫০০/- | ১২,২৪,০০০/- |
৫ | হিজড়া জনগোষ্ঠীর ভাতা কার্যক্রম | ০১ | ৬০০/- | ৬০০০/- |
৬ | প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি | ২০৪ |
১. প্রাথমিক- ৬১*৭৫০ ২. মাধ্যমিক- ৩৪*৮০০ ৩. উচ্চ মাধ্যমিক- ৯*৯০০ ৪. উচ্চতর- ৬*১৩০০ |
১০,৬৬,২০০/-
|
৭ | বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ শিক্ষা উপবৃুত্তি | ৪২ |
১. প্রাথমিক- ২২*৭০০ ২. মাধ্যমিক- ৮*৮০০ ৩. উচ্চ মাধ্যমিক- ৬*১০০০ ৪. উচ্চতর- ৬*১২০০ |
৪,২০,০০০ |
৮ | বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা | ১১১ |
১. সম্মানী ভাতা- ১১১*১২০০০ ২. উৎসব ভাতা- ১১১*১০০০০*২ ৩. বিজয় দিবস ভাতা- ৭৩*৫০০০ ৪. নববর্ষ ভাতা- ১১১*২০০০ |
১,৮৭,৯১,০০০/- |
৯ | নিবন্ধীত এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান | ১৬৯ | ২০০০/- | ৪০,৫৬,০০০/- |
(ঙ) উপজেলা সমাজসেবা কার্যালয়ের কার্যক্রমভুক্ত তথ্যাবলী:
ক্রমিক | শিরোনাম | সংখ্যা |
১ | কার্যক্রমভুক্ত ইউনিয়ন | ১১ টি |
২ | কার্যক্রমভুক্ত পৌরসভা | ০১ টি |
৩ | কার্যক্রমভুক্ত গ্রাম | ৯৮ টি |
৪ | নিবন্ধীত স্বেচ্ছাসেবী সংস্থা | ১৪৫ টি |
৫ | নিবন্ধীত এতিমখানা | ০৭ টি |
৬ | রোগীকল্যাণ সমিতি | ০১ টি |
৭ | আশ্রায়ন প্রকল্প | ০১টি |
(চ) উপজেলা সমাজসেবা কার্যালয়ের ক্ষুদ্রঋণ কার্যক্রম:
আওতাধীন অফিস:
প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্সে ইউনিয়ন সমাজকর্মীর অফিস যা ইউনিয়ন সমাজসেবা অফিস হিসাবে পরিচিত (প্রক্রিয়াধীন)। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন সমাজকর্মীগন ছাড়াও কারিগরি প্রশিক্ষকগণ উক্ত কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করে যাচ্ছে।
নিন্মে ঋণ কার্যক্রমের হালনাগাদ তথ্যাদি দেওয়া হলো:
ক্রমিক | খাতের নাম | বিনিয়োগ স্তর | মোট প্রাপ্ত বরাদ্দ | মোট বিতরণ | মোট আদায় | মন্তব্য |
১ | ||||||
২ | ||||||
৩ | ||||||
৪ | ||||||
৫ | ||||||
৬ | ||||||
৭ | ||||||
৮ | ||||||
৯ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস