Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা সমাজসেবা কার্যালয়ের সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নাগরিক সনদ

উপজেলা সমাজসেবা কার্যালয়, কেশবপুর, যশোর

 

 

 

 

 

সেবার নাম

সেবা প্রাপ্তির যোগ্যতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাপ্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি

সেবাপ্রদানকারী কর্তৃপক্ষ

পল্লী সমাজসেবা কার্যক্রম (আর,এস,এস) এর আওতায় দরিদ্র জনগণকে সংগঠিত করে তাদের সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান ও

১০ হাজার টাকা হতে ৩০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে লক্ষভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুজি গঠন ও সঞ্চয় বৃদ্ধিতে সহায়তা প্রদান।

নির্বাচিত গ্রামে স্থায়ী অধিবাসী যিনি

ক) আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা-

খ) মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৬০,০০০/- হাজার টাকা পর্যন্ত

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর ইউপিআইসি সভায়  অনুমোদনের ০৭ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে (সম্ভাব্য ০৩-০৫ মাস)

১. নির্ধারিত ফরমে আবেদন

২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি,

 

উপজেলা সমাজসেবা কার্যালয়

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আর এম সি) এর আওতায় দরিদ্র নারী জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ ও নারী শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান ও ১০ হাজার টাকা হতে ৩০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে লক্ষভূক্ত নারীদের নিজস্ব পুজি গঠনে সহায়তা প্রদান এবং স্বাবলম্বী করে তোলা।

ক) পরিবার জরিপের মাধ্যমে ১৫-৪৯  বছর বয়সী গ্রামীন দুঃস্থ মহিলা।

খ) মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৬০,০০০/- টাকা। 

 

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর ইউপিআইসি সভায়  অনুমোদনের ০৭ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে (সম্ভাব্য ০৩-০৫ মাস)

১. নির্ধারিত ফরমে আবেদন

২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি,

 

উপজেলা সমাজসেবা কার্যালয়

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পূনর্বাসন কার্যক্রমের আওতায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ৫০০০/- টাকা থেকে ১০০০০/- টাকা অনুদান প্রদান এবং নির্বাচিত ব্যক্তিকে  ৫০০০/- টাকা থেকে ৩০০০০/- টাকা সুদমুক্ত ক্ষদ্রঋণ প্রদান

ক) লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে

খ) অগ্রাধিকার তালিকাভুক্ত হতে হবে

গ) বার্ষিক পারিবারিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর ইউপিআইসি সভায়  অনুমোদনের ০৭ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে (সম্ভাব্য ০১-০৩ মাস)

১. নির্ধারিত ফরমে আবেদন

২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি,

 

উপজেলা সমাজসেবা কার্যালয়

আবাসন/আশ্রয়ণ ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ব্যক্তিদের সংগঠিত করে লক্ষভূক্ত ব্যক্তিদের নিজেস্ব পুজি গঠনের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধির লক্ষ্যে ০৫ হাজার টাকা হতে ১৫  হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান।

ক) আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা হতে হবে

খ) আশ্রয়ণ কেন্দ্রের সমিতির সদস্য হতে হবে

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর ইউপিআইসি সভায়  অনুমোদনের ০৭ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে (সম্ভাব্য ০১-০৩ মাস)

১. নির্ধারিত ফরমে আবেদন

২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি,

 

উপজেলা সমাজসেবা কার্যালয়

বয়স্ক ভাতা কার্যক্রমের আওতায় বয়স্ক ব্যক্তিদের মাসিক জনপ্রতি ৫০০/-টাকা হারে ভাতা প্রদান।

ক) উপজেলার স্থায়ী বাসিন্দা যাদের বয়স কমপক্ষে-পুরুষঃ ৬৫, মহিলাঃ ৬২ বছর

খ) সর্বোচ্চ বার্ষিক গড় আয় ১০,০০০/- টাকা।

নতুনদের ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্তির  তিন মাসের মধ্যে এবং নিয়মিত ভাতাভোগীদের হিসেবে সাত দিনের মধ্যে অর্থ স্থানান্তর।

১.  নির্ধারিত ফরমে আবেদন

২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি-৪ কপি

৪. চেয়ারম্যান/সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র

৫. নমিনীর আইডি কার্ডের ফটোকপি

৬. নমিনীর ছবি-১ কপি

 ৭. প্রতিবন্ধী পরিচয়পত্রের ফটোকপি

উপজেলা সমাজসেবা কার্যালয়

বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রমের আওতায় বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলাদের মাসিক জনপ্রতি ৫০০/-টাকা হারে ভাতা প্রদান।

ক) বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা

খ) বার্ষিক মাথাপিছু পারিবারিক আয়

    ১২০০০/- টাকার কম

গ) ন্যূনতম বয়স ১৮ বছর

 

নতুনদের ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্তির  তিন মাসের মধ্যে এবং নিয়মিত ভাতাভোগীদের হিসেবে সাত দিনের মধ্যে অর্থ স্থানান্তর।

১.  নির্ধারিত ফরমে আবেদন

২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি-৪ কপি

৪. চেয়ারম্যান/সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র

৫. নমিনীর আইডি কার্ডের ফটোকপি

৬. নমিনীর ছবি-১ কপি

উপজেলা সমাজসেবা কার্যালয়

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক জনপ্রতি ৭৫০/-টাকা হারে ভাতা প্রদান।

ক) নির্ধারিত উপজেলার বাসিন্দা হতে হবে

খ) প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক) পরিচয়পত্র থাকতে হবে

 

নতুনদের ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্তির  তিন মাসের মধ্যে এবং নিয়মিত ভাতাভোগীদের হিসেবে সাত দিনের মধ্যে অর্থ স্থানান্তর।

১.  নির্ধারিত ফরমে আবেদন

২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি-৪ কপি

৪. চেয়ারম্যান/সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র

৫. নমিনীর আইডি কার্ডের ফটোকপি

৬. নমিনীর ছবি-১ কপি

 ৭. প্রতিবন্ধী পরিচয়পত্রের ফটোকপি

উপজেলা সমাজসেবা কার্যালয়

অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ বয়স্ক ভাতা কার্যক্রমের আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত (দলিত,হরিজন ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) ব্যক্তিদের মাসিক জনপ্রতি ৫০০/-টাকা হারে ভাতা প্রদান।

ক) নির্ধারিত উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত (দলিত,হরিজন ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) ব্যক্তি।

খ) ন্যূনতম বয়স ৫০ বছর

 

নতুনদের ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্তির  তিন মাসের মধ্যে এবং নিয়মিত ভাতাভোগীদের হিসেবে সাত দিনের মধ্যে অর্থ স্থানান্তর।

১.  নির্ধারিত ফরমে আবেদন

২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি-৪ কপি

৪. চেয়ারম্যান/সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র

৫. নমিনীর আইডি কার্ডের ফটোকপি

৬. নমিনীর ছবি-১ কপি

উপজেলা সমাজসেবা কার্যালয়

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায়  প্রতিবন্ধী শিক্ষার্থীদের জনপ্রতি মাসিক-

প্রাথমিক স্তরে-৭৫০/-, মাধ্যমিক স্তরে-৮৫০/-, উচ্চমাধ্যমিক স্তরে-১২০০/- এবং উচ্চতর স্তরে-১,২০০/- হারে উপবৃত্তি প্রদান।

ক) সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা     প্রতিষ্ঠানে অধ্যায়নরত

খ) প্রতিবন্ধী পরিচয়পত্র

 

সর্বোচ্চ তিন মাস

১. নির্ধারিত ফরমে আবেদন

২.প্রতিবন্ধী পরিচয়পত্র/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি 

৪. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন

উপজেলা সমাজসেবা কার্যালয়

অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায়

অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত (দলিত, হরিজন ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) শিক্ষার্থীদের জনপ্রতি মাসিক –প্রাথমিক স্তরে-00/-, মাধ্যমিক স্তরে-৭৫0/-, উচ্চমাধ্যমিক স্তরে-১০00/- এবং উচ্চতর স্তরে-1২00/- হারে উপবৃত্তি প্রদান।

ক) সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত দলিত,হরিজন ও বেদে সম্প্রদায়ের শিক্ষার্থী

খ) সর্বনিম্ন বয়স ৫ বছর

সর্বোচ্চ তিন মাস

1. নির্ধারিত ফরমে আবেদন

2.জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের            ফটোকপি

3. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি  

৪. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন

উপজেলা সমাজসেবা কার্যালয়

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায়  

অক্ষম ও অস্বচ্ছল হিজড়া ব্যক্তিকে মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান, স্কুলগামী হিজড়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং কর্মক্ষম হিজড়া ব্যক্তিদের প্রশিক্ষণ  প্রদান ও প্রশিক্ষণোত্তর ১০,০০০ টাকা  আর্থিক সহায়তা প্রদান। 

ক) নির্ধারিত উপজেলার জরিপভুক্ত  হিজড়া ব্যক্তি।

খ) ভাতা প্রাপ্তির ক্ষেত্রে  ন্যূনতম বয়স ৫০ বছর

গ) প্রশিক্ষণ  প্রাপ্তির ক্ষেত্রে  ন্যূনতম বয়স ১৮ বছর

 

সর্বোচ্চ তিন মাস

১. নির্ধারিত ফরমে আবেদন

২.জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের            ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি-২ কপি 

৪. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন

উপজেলা সমাজসেবা কার্যালয়

প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিসেস এর আওতায় বিজ্ঞ আদালতের নির্দেশনে প্রথম ও লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের পারিবারিক ও সামাজিক পরিবেশে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির ব্যবস্থা করা ও কারাগারে বন্দী শিশুদের মুক্ত করে কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর করা।

ক) আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি

খ) আইনের সংস্পর্শে আসা বা আইনের সংঘাতে জড়িত শিশু-কিশোর।

বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিত সময়সীমা ।

 

উপজেলা সমাজসেবা কার্যালয়

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৬১ এর আওতায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের নামের  ছাড়পত্র ও নিবন্ধন প্রদানের লক্ষ্যে প্রেরিত আবেদন যাচাই-বাছাইপূর্বক নিবন্ধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ

 

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক কাজে আগ্রহী সংস্থা, প্রতিষ্ঠান, সংগঠন বা সমিতি

ক) নামের ছাড়পত্রের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আবেদন প্রাপ্তির পর ০৫ কর্মদিবস

খ) নিবন্ধন সংক্রান্ত বিষয়ে সরেজমিনে তদন্ত প্রতিবেদন ও NSI এর ইতিবাচক প্রতিবেদন প্রাপ্তির পর ২০ কর্মদিবস

 

১. প্রস্তাবিত সংস্থার নামের ছাড়পত্র

২. পূরণকৃত ‘বি’ ফরম

৩. সংস্থার নামে নির্ধারিত কোডে জমাকৃত ৫,০০০/- টাকার চালান রশিদের কপি

৪. সংস্থার গঠনতন্ত্রের কপি-৩ সেট

৫.কার্যকরী পরিষদ ও গঠনতন্ত্র অনুমোদন সংক্রান্ত সভার রেজুলেশন

৬.কার্যকরী পরিষদ ও সাধারন সদস্যদের নামের তালিকা

৭.সংস্থার নামে ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলা ও লেনদেন হয় মর্মে ব্যাংকের প্রত্যয়ন

৮. সংস্থার কার্যালয়ের মূল দলিলের কপি/৩০০ টাকার স্ট্যাম্পে বাড়ি ভাড়ার চুক্তিপত্রের কপি

জেলা/উপজেলা সমাজসেবা কার্যালয়

নিবন্ধনপ্রাপ্ত বেসরকারী এতিমখানায় অধ্যায়নরত নির্বাচিত সংখ্যক এতিম শিক্ষার্থীদের জনপ্রতি মাসে ২০০০/-  হারে  ক্যাপিটেশন গ্রান্ট  প্রদান

 ০৬-১৮ বছর বয়সী এতিম শিশু যারা

সমাজসেবা অধিদফতর হতে নিবন্ধনপ্রাপ্ত এতিমখানায় অবস্থান করে এবং সরকার অনুমোদিত বিদ্যালয়ে পড়ালেখা করে 

বেসরকারী এতিমখানা কর্তৃক আবেদন প্রাপ্তির ০৪ মাসের মধ্যে

১.  হালনাগাদ অনুমোদিত কমিটি]

২. পূর্বের ০২ বছরের নিরীক্ষা প্রতিবেদন

উপজেলা সমাজসেবা কার্যালয়

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হ্রদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের  চিকিৎসার জন্য এককালীন ৫০,০০০/- টাকার চেক  প্রদান।

ক) অত্র উপজেলায় অধিবাসী যিনি ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড অথবা  জন্মগত হ্রদরোগে আক্রান্ত  ব্যক্তি

খ) জাতীয় কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে 

সর্বোচ্চ ছয় মাস

১.  অনলাইনে আবেদন ফরম পূরণ।

২.  পাসপোর্ট সাইজের ছবি-৩ কপি

৩. প্রেসক্রিপশন  এবং সকল পরীক্ষা সমুহের রিপোর্টের সত্যায়িত ফটোকপি-১ সেট

৪. নির্ধারিত ফরমে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক সংশ্লিস্ট রোগের  প্রত্যয়ন 

৫.  জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদের  সত্যায়িত ফটোকপি

 

জেলা/উপজেলা সমাজসেবা কার্যালয়

প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণ জরিপ, অনলাইনে তথ্য এন্ট্রি প্রদান ও সুবর্ণ নাগরিক কার্ড  বিতরণ

ক) অত্র উপজেলার বসবাসরত প্রতিবন্ধী ব্যক্তি হতে হবে

খ) নির্ধারিত ডাক্তার কর্তৃক প্রতিবন্ধিতার ধরণ ও মাত্রা সম্পর্কিত প্রত্যয়ণ

আবেদন জমা দেওয়ার ০১ মাসের মধ্যে

ক) জরীপ ফরম

খ) আইডি কার্ড/জন্মনিবন্ধন সনদ,

গ) পাসপোর্ট সাইজের ছবি-২ কপি  

উপজেলা সমাজসেবা কার্যালয়

উপজেলার তালিকাভূক্ত বীর মুক্তিযোদ্ধাগণকে মাসিক ২০,০০০/- টাকা হারে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান

লাল মুক্তিবার্তা, ভারতীয় তালিকা অথবা গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত অনুরূপ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা  সন্তান 

সর্বোচ্চ তিন মাস

১.  নির্ধারিত ফরমে আবেদন

২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি

৩. পাসপোর্ট সাইজের ছবি

৪.মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সকল প্রমাণক-১ সেট। 

৫.মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষেত্রে স্বামির এবং সন্তানের ক্ষেত্রে পিতা-মাতার মৃত্যু সনদের কপি। 

৬.মুক্তিযোদ্ধার স্ত্রী এবং সন্তানের ক্ষেত্রে চেয়ারম্যান/ মেয়র  কর্তৃক ওয়ারিশ সনদ।

৭.সন্তানের ক্ষেত্রে একাধিক ওয়ারিশ থাকলে একজনকে ভাতা উত্তোলনের ক্ষমতা প্রদান করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে এফিডেভিটকৃত স্বীকৃতিপত্র।

৮.মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ করেননি মর্মে চেয়ারম্যান/ মেয়র  কর্তৃক প্রত্যয়নপত্র